1. admin@chattrachattri.com : admin :
  2. bigboss@yahoo.com : bb :
  3. shamkabir2003@gmail.com : shamkabir :
এ বছর কুরবানি নিয়ে ভিন্ন চিন্তা ড. গিয়াস উদ্দিন তালুকদারের - ছাত্র-ছাত্রী ডট কম
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন

এ বছর কুরবানি নিয়ে ভিন্ন চিন্তা ড. গিয়াস উদ্দিন তালুকদারের

  • সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩৪৪ বার পড়া হয়েছে

কুরবানি প্রসঙ্গে ইসলামী ব্যাংক শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার দেশের মুসলিমদের প্রতি বিনীত অনুরোধ করেছেন। উনার ফেসবুক আইডিতে প্রকাশিত লেখাটি নিন্মে হুবহু তুলে ধরা হলো।

“আসসালামু আলাইকুম, শ্রদ্ধেয় ভাইজান,
আশাকরি, কুশলে আছেন। পরম করুণাময় আল্লাহ তাআ’লার রহমতে ইসলামের অন্যতম সার্বজনীন মমতাপূর্ণ বিধান, কোরবানির জন্য খালেস প্রস্তুতি গ্রহণ করছেন, আলহামদুলিল্লাহ।

তবে, এইবার যেহেতু লকডাউনের বন্দীদশায় পুর্বের মত বড় আকারে কোরবানি দেয়ার সুযোগ নেই। তাই, এপ্রসঙ্গে আপনার সদয় চিন্তা ও মমতাদ্র হৃদয়পটে সবিনয়ে স্মরণ করিয়ে দিতে চাই যে, এবার অনেক আল্লাহ’র বান্দা, কোরবানি তো দূরের কথা, পরিবারের জন্য দুমুঠো অন্ন যোগাড় করতেও নির্মমভাবে অপারগ; যা তাদের অব্যক্ত কান্নার নিরব অশ্রু হয়ে ঝরছে নিরন্তর।

এই করুণ হৃদয় বিদারক অনুভব থেকে সজল নয়নে আপনার সদয় সমীপে আরজ করছি, এই দুঃসময়ে যাঁদেরকে আল্লাহ তাআ’লা তাওফিক দিয়েছেন, আগে যাঁরা বড় আকারে কোরবানি করতেন, তাঁরা এবার ছোট আকারে গরু বা ছাগল দিয়ে কোরবানি করে, বাকি টাকা নগদে অথবা উক্ত টাকা দিয়ে সাধ্যমত দশ, বিশটা ছাগল কিনে, বিভিন্ন পরিচিত-অপরিচিত গ্রামে গঞ্জের গরিব, মিসকিন, সহকর্মী, আত্মীয় পরিজনদেরকে কোরবানির নিমিত্তে একেকটি করে দিয়ে দিতে পারেন।
যাতে, তারাও সীমিত আকারে হলেও প্রিয়জনকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার কিংবা অব্যক্ত অভাব মোচনের সুযোগ পেতে পারেন। এতে, অনেক অনেক সাওয়াবের অধিকারী আপনি হবেন, ইনশাআল্লাহ।

মহান রাব্বুল আলামিন আমাদের সকল সৎকর্ম কবুল করুন, আমীন।”

বিনীত আরজগুজার ও দোয়াপ্রার্থী,
প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার,
আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
ও চেয়ারম্যান, সেন্ট্রাল শরীআহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ।
এবং খতীব, মেহেদীবাগ সিডিএ কেন্দ্রীয় জামে মসজিদ, চট্টগ্রাম।

ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
 

কপিরাইট সত্ত্ব-২০২২ ছাত্রছাত্রী ডট কম, কারিগরি সহায়তায়ঃ বিগবস সফট বিডি

Theme Customized By BreakingNews