1. admin@chattrachattri.com : admin :
  2. bigboss@yahoo.com : bb :
  3. shamkabir2003@gmail.com : shamkabir :
থাপ্পর! - ছাত্র-ছাত্রী ডট কম
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন

থাপ্পর!

  • সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩২৮ বার পড়া হয়েছে

থাপ্পর !
মু. আমজাদ হোসেন


টিভি, টেবিল ফ্যান, ব্লেন্ডার কিংবা এ ধরনের জিনিস ঠিকমতো কাজ না করলে দু’ একবার থাপ্পর লাগাই আমরা । মাঝে মাঝে থাপ্পর খেয়ে ঠিকই কাজ করা শুরু করে এসব ।

সদ্য ভূমিষ্ট শিশু না কাঁদলে উল্টো করে তার পিঠে একটা থাপ্পর লাগানো হয় । কেঁদে উঠে সে ।

বাসের গায়ে এক থাপ্পর দিয়ে বাসকে থামিয়ে ফেলে হেল্পার । দুই থাপ্পরে আবার বাস ছোটা শুরু করে । যাত্রীরাও মাঝেমাঝে কন্ডাক্টরকে অনুকরন করে এই সুবিধা নেয় ।

তরমুজের গায়ে দু’ এক থাপ্পর মারলে তরমুজ আওয়াজ করে ফলবিক্রেতাকে জানিয়ে দেয় কতটুকু পেকেছে কিংবা পচেছে সে ।

গরু থমকে গেলে কিংবা মন্থর হয়ে পড়লে তাকে গতিশীল করতে নিতম্বে সশব্দে দু’ একটা থাপ্পর বসায় কৃষক এবং রাখাল । আর কুরবানীর হাটে নিতম্বে পাবলিকের থাপ্পর খেয়ে গরু নিজের সুস্থতার প্রমান দেয় ।

সোফা কিংবা আরামদায়ক কোন সিটে বসার আগে দু’একটা থাপ্পর দিলে ধুলোরা ভয়ে পালায় ।

ডোরবেল কিংবা কড়া না থাকলে দু’এক থাপ্পর খেয়ে দরজা ভেতরের মানুষকে খবর পাঠায় ।

শিশুদের গাল আর পিঠগুলিকে চিরকালই পছন্দ করে এসেছে মা-বাবার হাতের শাসনের থাপ্পর । ছাত্র-ছাত্রীদের পিঠগুলিও একদিন শিক্ষকদের খুব পছন্দের যায়গা ছিল ।

শুধু কি শাসনের থাপ্পর, মানুষের পিঠগুলি বাহবা’র থাপ্পর খেয়ে উৎসাহিত হয়েছে যুগ যুগ ধরে ।

সত্যি, থাপ্পরের কত মাহাত্ম্য ! 😁

লেখকঃ মু. আমজাদ হোসেন, সহঃ অধ্যাপক, ইংরেজি, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, লক্ষ্মীপুর ।

ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
 

কপিরাইট সত্ত্ব-২০২২ ছাত্রছাত্রী ডট কম, কারিগরি সহায়তায়ঃ বিগবস সফট বিডি

Theme Customized By BreakingNews