1. admin@chattrachattri.com : admin :
  2. bigboss@yahoo.com : bb :
  3. shamkabir2003@gmail.com : shamkabir :
পৃথিবীর প্রথম কেভিড শূন্য দেশ - ছাত্র-ছাত্রী ডট কম
রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:২২ অপরাহ্ন

পৃথিবীর প্রথম কেভিড শূন্য দেশ

  • বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৫৬৫ বার পড়া হয়েছে

শাকিল আহমেদঃ আশেপাশের সবগুলো দেশই যেখানে কেভিড-১৯ এর আক্রমনে ভীতসন্ত্রস্ত সেখানে এশিয় দেশ ভিয়েতনাম এদিক থেকে অনেকটাই ফুরফুরে মেজাজে আছে বলতে হয়।

পৃথিবীতে করোনা ভাইরাসের জন্মভুমি চীনের সাথে গা ঘেঁষাঘেঁষি করে টনকিন উপসাগর আর ১১০০ কিলোমিটার স্থলসীমান্ত ভাগ করে নেওয়া সাড়ে ন’কোটির দেশ ভিয়েতনাম আজ থেকে পৃথিবীর প্রথম কোভিডশূন্য দেশ। করোনাভাইরাস তাদের দেশে যে আক্রমন করেনি তা নয় বরং তারা তাদের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও সচেতনতার দ্বারা কেভিডকে জয় করেছে। ভিয়েতনাম সরকার লকডাউন উঠিয়ে দিয়েছে। এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত ২৬৮ জন কোভিড পজিটিভ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন হাসপাতালে আর কোন করোনাভাইরাস আক্রান্ত রোগী নেই। একজনও মারা যাননি। একটা রিপোর্টও লুকাতে হয়নি। যেখানে চিকিৎসা বিজ্ঞানের তথ্যমতে এখন পর্যন্ত অধিকাংশ ঝুঁকিপূর্ণ বয়স্করাই ৮৮ বছরের বৃদ্ধা কো-মরবিডে সম্পুর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একজন ডাক্তার স্বাস্থ্যকর্মীও মারা যাননি চিকিৎসা সরঞ্জামের অভাবে। একটা লোকও ক্ষিধের জ্বালায় মরেনি, রাস্তায় চালের জন্যে দাঙ্গা হয়নি, কোন করোনা রোগী চুরি করে হাসপাতাল থেকে পালিয়ে যায়নি, লকডাউনের সময় আমাদের দেশের মতো কেউ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে লুকোচুরি খেলাও খেলেনি।

ভিয়েতনামীয়দের এই সফলতার হেতু কি? এই প্রশ্নের উত্তর একটাই তা হলো তাদের সচেতনতা এবং আইনের প্রতি শ্রদ্ধাবোধ। স্বল্প ক্ষমতায়, নিজেদের সাধ্যমত স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে লড়াই করে ভিয়েতনাম কেবল করোনাকে জয়ই করেনি উল্টো চারলাখ PPE তৈরী করে পাঠিয়েছে সেই আমেরিকায় যারা রোজ সকালে ন্যাপামের চাদর বিছিয়ে দিতো সায়গনের ওপর। করোনা সংকটকালে হিংসার জবাব ভালবাসায় দিয়েছে ভিয়েতনাম।

তাদের ডাক্তার-নার্সদের সেবা নিয়ে জনগণের কোন অভিযোগ নেই। হো চি মিন সিটির শহরের দেওয়ালে সরকারি বিজ্ঞপ্তি – “ডাক্তার স্বাস্থ্যকর্মীদের ভালবাসুন। দেশকে ভালবাসুন। বাড়িতে থাকুন। নাম রাপদ থাকুন।”

ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
 

কপিরাইট সত্ত্ব-২০২২ ছাত্রছাত্রী ডট কম, কারিগরি সহায়তায়ঃ বিগবস সফট বিডি

Theme Customized By BreakingNews