1. admin@chattrachattri.com : admin :
  2. bigboss@yahoo.com : bb :
  3. shamkabir2003@gmail.com : shamkabir :
স্কাউটিং ফর লাইফ! - ছাত্র-ছাত্রী ডট কম
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন

স্কাউটিং ফর লাইফ!

  • সোমবার, ১ মার্চ, ২০২১
  • ২৫১ বার পড়া হয়েছে

একজন ছাত্রকে একজন দেশপ্রেমিক তথা একজন ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে স্কাউটিং যে কত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে তা সহজেই বুঝা যায় স্কাউটের প্রতিজ্ঞা, মূলমন্ত্র ও আইনের দিকে নজর দিলে।

স্কাউট আইন, প্রতিজ্ঞা ও মটোঃ

(ক) কাব স্কাউট প্রতিজ্ঞা(৬-১১ বছর বয়সী কাবদের জন্য)ঃ

আমি প্রতিজ্ঞা করছি যে,
*আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
*প্রতিদিন কারো না কারো উপকার করতে

  • কাব স্কাউট আইন মেনে চলতে

আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।

​কাব স্কাউট আইনঃ
১। বড়দের কথা মেনে চলা।
২। নিজেদের খেয়ালে কিছু না করা।

কাব স্কাউট মটোঃ “যথাসাধ্য চেষ্টা করা”

(খ) স্কাউট প্রতিজ্ঞা(স্কাউট, রোভার ও এডাল্ট লিডারদের জন্য)ঃ

আমি আমার আত্মমর্যাদার উপ নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে,
*আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
*সর্বদা অপরকে সাহায্য করতে
*স্কাউট আইন মেনে চলতে

আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।

(তবে মুসলিম ব্যতীত অন্য ধর্মাবলম্বীদের জন্য আল্লাহ এর পরিবর্তে নিজ নিজ ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তা হবে)

স্কাউট (স্কাউট, রোভার স্কাউট ও এডাল্ট লিডার) আইনঃ

১. স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী
২. স্কাউট সকলের বন্ধু
৩. স্কাউট বিনয়ী ও অনুগত।
৪. স্কাউট জীবের প্রতি সদয়
৫. স্কাউট সদা প্রফুল্ল
৬. স্কাউট মিতব্যয়ী
৭. স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল

স্কাউট (স্কাউট, রোভার স্কাউট ও এডাল্ট লিডার) মটোঃ

স্কাউট মটোঃ “সদা প্রস্তুত”
রোভার স্কাউট মটোঃ “সেবা”

একজন ছাত্র/ছাত্রী তার জীবনে কেবলমাত্র যদি উপরোক্ত স্কাউট আইন ও প্রতিজ্ঞা মেনে চলতে পারে তাহলে সে অবশ্যই ভাল মানুষ হতে বাধ্য।

ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
 

কপিরাইট সত্ত্ব-২০২২ ছাত্রছাত্রী ডট কম, কারিগরি সহায়তায়ঃ বিগবস সফট বিডি

Theme Customized By BreakingNews