1. admin@chattrachattri.com : admin :
  2. bigboss@yahoo.com : bb :
  3. shamkabir2003@gmail.com : shamkabir :
স্বপ্ন দেখা পাখি - ছাত্র-ছাত্রী ডট কম
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন

স্বপ্ন দেখা পাখি

  • বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৫০৬ বার পড়া হয়েছে

স্বপ্ন দেখা পাখি
-মিশকাত মিশু।

একদিন বৃষ্টি নামবে উঠোন জুড়ে।
ঝুম বৃষ্টি গড়িয়ে পড়বে ঘরের চালা বেয়ে।
অদূর দূরে কোন এক কদম গাছের ডালে
ডানা ঝাপটাবে কোন এক নীড়ভাঙা পাখি।
যে পাখিটি স্বপ্ন দেখেছিল তার নীড় ঘেষে
ফুটবে বর্ষার প্রথম কদম।
যে পাখিটি স্বপ্ন দেখেছিল কোন এক শীতের দিনে
উড়ে যাবে হলুদ সর্ষে ক্ষেতে।
স্বপ্ন দেখেছিল উদাস দুপুরে ভরাপুকুরে
মাছের খেলা দেখবে।
শুধু ঝড়ে ভাঙেনি তার নীড়, উড়ে গেছে তার
স্বপ্ন দেখার সাথীটি ও নতুন কোন আকাশের খুঁজে।
তারপর,
আমি রোজ একলা দুপুরে সেই পাখিটির দুচোখে
স্বপ্নেরঘোর দেখি।
তারপর আমার উঠোন জুড়ে বিকেল আসে,
সন্ধ্যে নামে।
সেই পাখিটির স্বপ্ন দেখা থামেনা।
আমার উঠোনে সকাল হাসে,
আমি সেই পাখিটির নিথর দেহের ওপর
রাতের ঝরে ভেঙে পড়া কদমফুল দেখি।

লেখকঃ মিশকাত মিশু,

কবি ও শিক্ষিকা।

ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
 

কপিরাইট সত্ত্ব-২০২২ ছাত্রছাত্রী ডট কম, কারিগরি সহায়তায়ঃ বিগবস সফট বিডি

Theme Customized By BreakingNews